কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শনিবার (২২ মার্চ) রাতে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। সেই শুরু থেকেই এই লিগে খেলে আসছেন ধোনি। পেশাদার ক্রিকেটে তার ২৫তম বছর। ২০০০ সালের জানুয়ারিতে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে সিনিয়র ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ধোনি।
আরও পড়ুন: এবারের আইপিএলে পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচ ফি'ও পাবেন ক্রিকেটাররা
আইপিএলের গত আসরে ১১ ইনিংসে ১৬১ রান রান করেছিলেন ধোনি। ব্যাটিং করেছেন ২২০.৫৪ স্ট্রাইক রেটে, গড় ৫৩.৬৬। তখন তার বয়স ছিলো ৪২ বছর। গ্লাভস হাতে উইকেটের পেছনেও ছিলেন অনবদ্য। তবে ৪৩ বছর বয়সেও কিভাবে ধোনি আইপিএলে খেলেন, সেটি জানালেন তার দীর্ঘ দিনের সতীর্থ হরভজন সিং।
এই বয়সেও ধোনি আইপিএলে খেলছেন, এ প্রসঙ্গে হরভজন সিং বলেন, ‘সম্প্রতি একটি বিয়ে বাড়িতে ধোনির সঙ্গে আমার দেখা হয়। তাকে খুব ফিট এবং তরতাজা দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করি যে, তুমি যা করছো, সেটা নিতান্ত কঠিন নয় কি? সে বলে, এটা নিঃসন্দেহে কঠিন, তবে এটাই একমাত্র জিনিস যা আমি করতে পছন্দ করি। আমি এটা উপভোগ করি। বিকেলে ৪টা বা ৫টা বাজলেই আমি খেলতে যেতে চাই এবং আমি এটা সত্যিই করতে চাই।’
আরও পড়ুন: তাসকিনকে পেতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ!
ভারতের জার্সিতে ধোনি শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালের সেমিফাইনালে। ২০২০ সালের আাগস্টে ধোনি অবসর ঘোষণা করেন। তারপর থেকে তিনি শুধুমাত্র আইপিএলে খেলেন। তবে হরভজন বলেন, ধোনি আইপিএলের আগে পর্যাপ্ত অনুশীলন করেন।
হরভজন আরও বলেন, ‘মাঝে কোনও টুর্নামেন্ট না খেলে আইপিএলে মাঠে নামা কঠিন। কিন্তু ধোনি দেখিয়েছে এটা করা যায়। নিশ্চিত সে বাকিদের থেকেও ভালো কিছু করে। সে শুধু টিকে নেই, বরং সব বোলারদের বিরুদ্ধে দাপট দেখায়। আইপিএলের ২-৩ মাস আগে থেকে অনুশীলনে প্রচুর বল খেলেন ধোনি।’
]]>