লাৎসিওর মাঠ স্টাডিও অলিম্পিকোতে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করেছেন টোমা ব্যাসিক।
এদিকে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হারে জুভেন্টাস। ঐ সপ্তাহে লিগে কোমোর কাছে ২-০ গোলে হারে তারা। এর আগে টানা ৫ ম্যাচে ড্র করে তুরিনের বুড়িরা।
আরও পড়ুন: টানা চার ম্যাচ হেরে ক্ষোভে ফুঁসছেন লিভারপুল কোচ
মৌসুমের শুরুতে শিরোপার দৌড়ে থাকা জুভেন্টাস এবার সেরা পাঁচেও নেই। রোববার হারের পর টেবিলের আট নম্বরে নেমে গেছে তারা। টানা হারের কারণে কোচ ইঘোর তুদোর ওপর চাপ তৈরি হয়েছে। দলের পারফর্মেন্সে দ্রুত পরিবর্তন আনতে না পারলে ছাঁটাই হতে পারেন এই ক্রোয়েট কোচ।
এদিকে ইতালিয়ান লিগে রাতের আগের ম্যাচে সাসুওলোকে ১-০ গোলে হারিয়েছে রোমা। পাওলো দিবালার গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রোমা।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·