যুক্তরাষ্ট্র সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সময়ে দলটির অবস্থান নিয়ে জাতির কাছে ক্ষমা চান।
এ নিয়ে নানা মহলে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
আরও পড়ুন: গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের
তিনি জানান, জামায়াতের জনপ্রিয়তাকে খাটো করতে অনেকে মুক্তিযুদ্ধ ইস্যু সামনে এনে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। তাই জামায়াত আমিরের বক্তব্যের পর আর কোনো বিতর্কের সুযোগ নেই। জাতির কাছে ক্ষমা প্রার্থনা দলটির স্থায়ী অবস্থান।
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে দলটির অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আব্দুল হালিম বলেন, এই প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও জোরালো হবে। এনসিপি ও বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করলেও শত্রু মনে করে না জামায়াত।
আরও পড়ুন: এই দেশ কারো বাপের না, কোনো পরিবারেরও না: রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় নির্বাচনে ভালো ফল অর্জনে আসনভিত্তিক কাজ করা হচ্ছে জানিয়ে আবদুল হালিম বলেন, অগ্রাধিকার দেয়া হচ্ছে তরুণ ও নারী ভোটারদের। কারণ তরুণ ও নারী ভোটাররা জামায়াতকে আগামী নির্বাচনে বিজয়ী করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
]]>
৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·