স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানির সমাবেশ ঘিরে পুরো এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে যোগ দেন ২০ হাজারেরও বেশি মানুষ। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয়সহ এশীয় ভোটাররা অংশ নেন।
নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস-ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। এসময় নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মামদানি।
আরও পড়ুন: নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি জোহরান মামদানির
তিনি বলেন,
এই শহরকে আমরা দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও তাদের ধনকুবের দোসরদের খপ্পর থেকে বের করে আনব। তাদের বুঝিয়ে দেবো যে নিউইয়র্ক সিটি বিক্রির জন্য নয়।
এই নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। গেল আগস্টে দলে প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরেও মূল নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী হয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রাইমারি ওই নির্বাচনে হেরে বর্তমার মেয়র এরিক অ্যাডামসও সমর্থন জানান কুমোকে। ফলে নির্বাচন হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
আরও পড়ুন: হুতিরা ইরান-সমর্থিত হলে আইডিএফ মার্কিন-সমর্থিত নয় কেন, প্রশ্ন মামদানির
বিভিন্ন জরিপ বলছে, বিশাল ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। সবকিছু ঠিক থাকলে হয়তো তিনিই হতে যাচ্ছেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·