একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

১ সপ্তাহে আগে
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্রই কানাডা সুপার সিক্সটিতে রানার্স আপ হয়েছে তার দল। এবার নতুন লিগ খেলতে নাম লেখালেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব এক দিনে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন। আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন তিনি। তবে এবার নতুন দল বেছে নিলেন সাকিব। এই দলে আরও আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।


একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা। সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।


আরও পড়ুন: দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে টাইগাররা, ফেসবুকে নাঈম-নাসিরের আক্ষেপ 
 



এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।


জাতীয় দলে না থাকায় বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন সাকিব। পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ক্যারিবীয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার সিক্সটিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন