এক ম্যাচের জন্য অধিনায়ক হচ্ছেন ধোনি

২ সপ্তাহ আগে
মহেন্দ্র সিং ধোনি আইপিএলের সফলতম অধিনায়ক। ২২৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৩৩ ম্যাচেই দলকে জিতিয়েছেন তিনি। রাইজিং পুনে সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার ২০২৩ সালে অধিনায়কত্ব ছেড়ে দেন।

চেন্নাইয়ের নেতৃত্ব রবীন্দ্র জাদেজা হয়ে এখন রুতুরাজ গাইকওয়াদের কাঁধে। গাইকওয়াদ রাজস্থান রয়্যালসের বিপক্ষে চোট পেয়েছিলেন। সে কারণে আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নাও খেলতে পারেন পারেন। এটাই ধোনিকে ফের অধিনায়ক হওয়ার সুযোগ করে দিচ্ছে।


গাইকওয়াদের অনুপস্থিতিতে ধোনি দিল্লির বিপক্ষে চেন্নাইকে নেতৃত্ব দিতে পারেন। বাংলাদেশ সময় শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় চিদাম্বারাম স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হবে চেন্নাই। বিষয়টি জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।


আরও পড়ুন: আইপিএলে দুই হাতে বল করে কামিন্দুর ইতিহাস


মাইক হাসি বলেন, ‘ফ্লেমিং আর রুতু নিশ্চয় ধোনিকে নিয়ে কথা বলেছে। আমাদের দলে কিছু তরুণ ক্রিকেটারও আছে বটে। তবে ও (ধোনি) স্টাম্পের পেছনে থাকে, তাই ও-ই হয়তো এই দায়িত্বটা সব থেকে ভালো পালন করতে পারে। আমি নিশ্চিত নই ওর ব্যাপারে, তবে ওর এই কাজে অভিজ্ঞতা রয়েছে, তাই ও হয়তো এই কাজটা ভালো সামলাতে পারবে।’


অধিনায়ক হিসেবে ধোনি শুধু আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচই জিতিয়েছেন না, সবচেয়ে বেশি ট্রফিও জিতেছেন। তার নেতৃত্বেই চেন্নাইয়ের ৫টি শিরোপা। ধোনির মতো রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন। ২টি শিরোপা আছে গৌতম গম্ভীরের।

]]>
সম্পূর্ণ পড়ুন