দুই ওপেনার রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন, ব্যাপারটা হয়তো এ পর্যন্তই থাকতে পারতো। তবে এরপর তারা যা করলো, তা রীতিমতো ম্যাচটিকে ইতিহাস বানিয়ে ফেলেছে। টি-টোয়েন্টিতে তো আর টেস্টের মতো ইনিংস ঘোষণা করার নিয়ম নেই। তাই তারা জানিয়ে দেয়, পরের ৮ ব্যাটসম্যানও রিটায়ার্ড আউট। এক ইনিংসে ১১ জন আউট হওয়ারও নিয়ম নেই, তাই ১১ নম্বর ব্যাটারের নামের পাশে অপরাজিত শূন্য লেখা আছে স্কোর কার্ডে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদ
সংযুক্ত আরব আমিরাতের দুই ওপেনার এশা ওজা করেন ১১৩ রান। অপর দিকে অধিনায়ক তীর্থা সতীশ করেন ৭৪ রান। মূলত বৃষ্টির কারণে দ্রুত ইনিংস ঘোষণার প্রয়োজন পড়ে। কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ১০ ব্যাটারকে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়।
দুই ওপেনার রিটায়ার্ড আউট হওয়ার পর বাকি ব্যাটারদেরও ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হয় এবং কোনো বলের মুখোমুখি না হয়েই রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয়। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের মধ্যে শূন্য রানে রিটায়ার্ড আউট হয়েছেন ৮জন ব্যাটার।
আরও পড়ুন: রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি
জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানেই অলআউট হয়ে যায় কাতার। ফলে ১৬৩ রানে বিশাল হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাতারের মেয়েদের। কাতারের ৭ জন ব্যাটার আউট হন কোনো রান না করেই। মোট ১৫ জনের শূন্য রানে ফেরার ঘটনাও মেয়েদের টি-টোয়েন্টিতে রেকর্ড।
এখনও পর্যন্ত বাছাইপর্বের ‘বি’ গ্রুপে শীর্ষে আছে আরব আমিরাত। গ্রুপ পর্বের পর শীর্ষ তিন দল সুপার থ্রি রাউন্ডে খেলবে, যেখান থেকে দুই দল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
]]>