এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অনন্য কীর্তি সালমানের

২ দিন আগে
চলতি বছরে এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই ৫৪টি ম্যাচেই দলের একাদশে ছিলেন সালমান আলী আগা। আর তাতেই করেছেন নতুন এক কীর্তি, এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এখন তার দখলে।

ত্রিদেশীয় সিরিজে গত রোববার (২৩ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। এতদিন এক পঞ্জিকাবর্ষে ৫৩টি ম্যাচ খেলে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি এবং পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। 

 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২২ জন খেলোয়াড় এক পঞ্জিকাবর্ষে ৫০ বা এর বেশি ম্যাচ খেলেছেন। এই মাইলফলক ছোঁয়া প্রথম খেলোয়াড় ভারতের শচীন টেন্ডুলকার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ভারতীয় কিংবদন্তি ১৯৯৭ সালে এক বছরে ৫০ ম্যাচ খেলার রেকর্ড করেন। ১৯৯৯ সালে রেকর্ডটা ভেঙে দেন টেন্ডুলকারের সতীর্থ রাহুল দ্রাবিড়। 

 

আরও পড়ুন: বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান

 

তবে পাকিস্তানের সালমান আলী আগা গড়েছেন ম্যাচ খেলার বিশ্বরেকর্ড। আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান দল মাঠে নামলেই ভাঙবে জাতীয় রেকর্ড। এ বছর ও ২০১৩ সালে সর্বোচ্চ ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান। 

 

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা অবশ্য ভারতের। তিন বছর আগে, ২০২২ সালে মোট ৭১টি ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল।   

 

আরও পড়ুন: ফলো-অন না দিয়ে ব্যাটিংয়ে দ. আফ্রিকা, ভারতকে চাপে রেখে তৃতীয় দিন শেষ

 

২০২৫ সালে পাকিস্তানের হয়ে সব ফরম্যাটে প্রতিটি ম্যাচেই খেলেছেন সালমান আলী আগা, যা এক ক্যালেন্ডার বছরে একজন খেলোয়াড়ের সর্বোচ্চ উপস্থিতির নতুন রেকর্ড তৈরি করেছে। এ বছর ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ১৭টি ওয়ানডে ও ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন সালমান আলী আগা। 

 

এক পঞ্জিকাবর্ষে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার খেলেছেন ৫২টি ম্যাচ। ইংল্যান্ডের পল কলিংউড ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসও এক পঞ্জিকাবর্ষে ৫২টি করে ম্যাচ খেলেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন