এক ধাপেই মেধা যাচাই, বুয়েট ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় বড়সড়ো পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এবার প্রাথমিক বাছাই পরীক্ষা পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে এক ধাপেই লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১০ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


শনিবার (২৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল গণমাধ্যমকে এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময়। আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দ্রুতই বুয়েটের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ জানুয়ারি চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।
 

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা একই দিনে


এবার এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক নিম্নমুখী হওয়ায় ভর্তি যোগ্যতার মানদণ্ড শিথিল হবে কি না–এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জলিল স্পষ্ট জানান, আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না।


তিনি বলেন, ‘ফল খারাপ হয়নি, এবার প্রকৃত ফল হয়েছে। যারা সত্যিকার মেধাবী, তারাই জিপিএ-৫ পেয়েছেন।’ তাই আগের নিয়ম বহাল রেখে এইচএসসিতে পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে জিপিএ-৫ থাকার পূর্বশর্ত অপরিবর্তিত থাকছে।

]]>
সম্পূর্ণ পড়ুন