রঞ্জি ট্রফিতে এ নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা ঘটলো। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসের পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেছিলেন। কিন্ত এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক রঞ্জি ট্রফিতে এবারই প্রথম।
প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা এ নিয়ে পঞ্চমবার ঘটলো। প্রথমবার এমন কীর্তি গড়েছিলেন আলবার্ট ট্রট। তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই খেলেছেন। দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন ভারতের জোগিন্দার রাও। এক ইনিংসে একই বোলারের দুই হ্যাটট্রিকের ঘটনা এই দুটিই।
আরও পড়ুন: জয়, ইয়াসির, আরিফুল, আয়ুব—জাতীয় ক্রিকেট লিগে প্রথম দিন চার সেঞ্চুরি
প্রথমবার এক ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিকের ঘটনা ঘটে ১৯৮৬ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লাইভ রাইস ও গার্থ লেরু প্রথমবার এই কীর্তি গড়েছিলেন। অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে এক ইনিংসে দুই হ্যাটট্রিক করেছিলেন এই দুই বোলার।
এরপর ১৯৯৬ সালে কেন্টের হয়ে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ ক্যান্টারবুরিতে হ্যাম্পশায়ারের দ্বিতীয় ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেছিলেন। আর সর্বশেষ এই তালিকায় নাম লেখালেন সার্ভিসেসের দুই বোলার।
আরও পড়ুন: রোহিত-কোহলির ব্যাটে জিতলো ভারত, ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ রান এখন কোহলির
২৪ বছর পর আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে রঞ্জির ম্যাচ ফিরেছে আজ (২৫ অক্টোবর)। কিন্তু ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল আসাম। স্কোরবোর্ডে মাত্র ৪৫ রান যোগ হতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। সার্ভিসেসের বাঁহাতি স্পিনার অর্জুন শর্মার বলে শুরু হয় আসামের ব্যাটিং ধস। তিনি আসাম অধিনায়ক রায়ান পরাগকে আউট করার পরের দুই বলে ফেরান উইকেটরক্ষক সুমিত ঘাড়িগাঁওকর ও শিবশঙ্কর রায়কে। চলতি মৌসুমের রঞ্জি ট্রফিতে এটিই প্রথম হ্যাটট্রিক।
১৫তম ওভারের শেষ বলে আসামের ওপেনার প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করেন মোহিত। নিজের করা পরের ওভারের প্রথম দুই বলে মুখতার হোসেন ও ভার্গব লাখারকে ফেরান এই বোলার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম হ্যাটট্রিক এটি।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·