আবেদনপত্রের ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা https://sjiblbd.com/scholarship -ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী পূরণ করে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৮০ পেতে হবে। আর সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৮০ এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৫০ পেতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। যেসব আবেদনকারীর বাবা/মা/অভিভাবকের বাৎসরিক মোট আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল করা হবে।
আরও পড়ুন: মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা
আবেদনের ঠিকানা
হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নং: ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২। এ ঠিকানায় সরাসরি অথবা ডাক বা কুরিয়ারযোগে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
]]>