এই রাজনৈতিক অন্ধকারে নিউইয়র্ক আলো হবে : মামদানি

২ সপ্তাহ আগে
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হওয়ার পর বক্তৃতা দিয়েছেন জোহরান মামদানি। বক্তৃতায় কৃষ্ণাঙ্গ, অভিবাসী, ইহুদি এবং মুসলিম নিউ ইয়র্কবাসীর জন্য লড়াই করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত মেয়র মামদানি।

৩০ মিনিটেরও কম সময়ের এই বক্তৃতায়, মামদানি তার প্রচারণার অনেক প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেছেন। সেইসাথে তার সাফল্যকে শক্তিশালী করতে সাহায্য করা  গুরুত্বপূর্ণ ভোটারদের জন্য তিনি কীভাবে কাজ করবেন তার পরিকল্পনাও তুলে ধরেছেন।

 

এ সময় তিনি বিনামূল্যে বাস, সর্বজনীন শিশু যত্ন এবং শহরকে আরও সাশ্রয়ী করে তোলার জন্য ক্রমবর্ধমান ভাড়ার দাম মোকাবেলার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেন।


বক্তৃতায় তিনি আশাব্যঞ্জক কথা বলেন। জনতার উদ্দেশ্যে বলছেন,  ‘এই অন্ধকার মুহূর্তে, নিউ ইয়র্ক হবে আলো।’

 

আরও পড়ুন:নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?


তিনি ট্রাম্পের প্রতিও জোরালো বার্তা দিয়েছেন। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলেন, যে শহর তাকে জন্ম দিয়েছে সেই শহর তাকে পরাজিত করতে পারে।


এ সময় তিনি সমস্ত নিউ ইয়র্কবাসীর পক্ষে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন মামদানি, বিশেষ করে যারা তাকে ভোট দেননি, এবং যারা ইহুদি-বিদ্বেষের শিকার এবং অভিবাসী।

 

মামদানি বলেন, ‘আপনি যদি একজন অভিবাসী, ট্রান্স সম্প্রদায়ের সদস্য, ডনাল্ড ট্রাম্পের ফেডারেল চাকরি থেকে বরখাস্ত হওয়া অনেক কৃষ্ণাঙ্গ নারীর একজন, মুদিখানার দাম কমার অপেক্ষায় এখনও সিঙ্গেল মা, অথবা দেয়ালে পিঠ ঠেকে থাকা অন্য কেউ, আপনার সংগ্রাম আমাদের। আমরা এমন একটি সিটি হল তৈরি করব যা ইহুদি নিউ ইয়র্কবাসীদের পাশে দাঁড়িয়ে থাকবে এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। যেখানে ১০ লক্ষেরও বেশি মুসলিম জানবে যে তারা তাদের।’

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত


মামদানি আরও বলেন,  তিনি ভোটারদের আস্থার যোগ্য প্রমাণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

সূত্র: বিবিসি, আল জাজিরা


 

]]>
সম্পূর্ণ পড়ুন