শনিবার (২৬ জুলাই) রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
এ জেড এম শামসুল আলম একাধারে সাবেক সিএসপি কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব, পিএটিসির রেক্টর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আল-আরাফাহ ইসলামি ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা।
ইসলামি চিন্তাবিদ হিসেবে তাঁর অবদান স্মরণীয়। আধুনিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে তিনি লিখেছেন একশরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার প্রতিটি রচনা সময়োপযোগী ও চিন্তাশীল সমাজ বিনির্মাণে সহায়ক হিসেবে বিবেচিত।
আজ বাদ জোহর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
]]>