নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন কাঠামোতেও পরিবর্তন এনেছে পিসবি। সদ্য ঘোষিত তালিকার 'সি' ও 'ডি' ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বাড়ানোর খবর নিশ্চিত করেছে পিসিবির সূত্র।
সূত্র জানায়, 'সি' ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন ২০ লাখ রুপি থেকে বেড়ে হয়েছে ২৫ লাখ রুপি, অর্থাৎ ৫ লাখ রুপি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, 'ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে ১২ লাখ রুপি বদলে এখন থেকে পাবেন ১৫ লাখ রুপি, যা আগের তুলনায় ৩ লাখ রুপি বেশি। তবে, বি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতনে কোনো পরিবর্তন আসেনি।
এবারের চুক্তির বিশেষ দিক হলো, কোনো খেলোয়াড়কে এ ক্যাটাগরিতে না রাখা এবং সমান ১০ জন করে খেলোয়াড়কে বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
আরও পড়ুন: গিলকে নিয়েই এশিয়া কাপের দল, জায়গা হয়নি জয়সওয়াল-পন্তের
গত বছর চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ২৭ জন হলেও এবার সংখ্যা বেড়ে হয়েছে ৩০। এর মধ্যে ১২ জন নতুন মুখ প্রথমবারের মতো কন্ট্রাক্টে জায়গা পেয়েছেন। তারা হলেন–আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নবাব, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নবাজ, সাহেবজাদা ফারহান, সালমান মির্জা এবং সুফিয়ান মোকিম।
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ৫ জন ক্রিকেটার সি ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন। তারা হলেন–আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আয়ুব, সালমান আলি আগা এবং শাদাব খান।
আরও পড়ুন: ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রাবাদা
এছাড়া ৯ জন খেলোয়াড় আগের অবস্থান ধরে রেখেছেন। এদের মধ্যে সি-ক্যাটাগরিতে আছেন আবদুল্লাহ শফিক, নোমান আলী, সাজিদ খান ও সাউদ শাকিল।ডি- ক্যাটাগরিতে আছেন খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর শাহীন শাহ আফ্রিদি আগের মতোই বি ক্যাটাগরিতেই রয়েছেন।
তবে, আগেরবারের তালিকা থেকে বাদ পড়েছেন আটজন ক্রিকেটার। তারা হলেন – আমির জামাল, হাবিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান। এরা সবাই গতবার ডি ক্যাটাগরিতে ছিলেন।