রোববার (১২ জানুয়ারি) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩২ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ দশমিক ৪৯ পয়েন্টে ও ১ হাজার ১৭০ দশমিক ৬১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৭ দশমিক ৫১ পয়েন্টে।
আরও পড়ুন: নতুন নীতিমালা নয়, পরিস্থিতি উন্নয়নে সংস্কার হবে পুঁজিবাজার: অর্থ উপদেষ্টা
এ সময় ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪৯২ দশমিক ৩০ পয়েন্টে ও ৮ হাজার ৮১৭ দশমিক ৯৬ পয়েন্টে।
আরও পড়ুন: প্রযুক্তিখাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ব্যাংক
এছাড়া সিএসই-৫০ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৪ দশমিক ৯৫ পয়েন্টে ও ৯৩৩ দশমিক ৮৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক কমেছে ৩২ দশমিক ৬৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৮৮৪ দশমিক ৪৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৬১ লাখ ৯১ হাজার টাকার।
লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮টির।
]]>