বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় মিনিটে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাসপ্রকাশ করেছেন তারা।
ভোট দেয়ার পর একজন শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি প্রথম ভোট দিতে পারলাম এজন্য ভালো লেগেছে। আমার জীবনেরও এটা প্রথম ভোট। কারণ জাতীয় নির্বাচন ফেয়ার না হওয়ায় আমি ভোট দিতে পারিনি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে।’
আরও পড়ুন: রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে জানিয়ে ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল জীবন বলেন, ‘হাতে যে কালি দেয়া হচ্ছে তা অমোছনীয় নয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আশা করি নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিবেন, যাতে নির্বাচন নিয়ে প্রশ্ন না উঠে।’
জাবির ইবনে হাইয়ান ভবনের ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ‘নয়টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ মিনিট পর ভোট শুরু হচ্ছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হবে।’
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·