উলভস ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড
আক্রমণে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের অভাবে উলভসের কাছে হেরেছে ইউনাইটেড। এ নিয়ে লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল আমোরিমের দল। প্রথম হাফে কোনো গোল করতে পারেনি উলভস। তবে দ্বিতীয় হাফের শুরুতে ব্রুনো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের চিত্র বদলে যায়।
ম্যাচের ৪৭তম মিনিটে ফার্নান্দেস মাঠ ছাড়ার পর ইউনাইটেডের উপর চেপে বসে উলভস। ৫৮তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান তারকা কুনিয়া সরাসরি কর্নার থেকে অবিশ্বাস্য এক গোল করেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ১২ ম্যাচ পর হারের স্বাদ চেলসির
ম্যাচের বাড়ানো সময়ের নবম মিনিটে উলভস আরও একটি গোল করে ইউনাইটেডের আরেকটি হার নিশ্চিত করে। কাউন্টার অ্যাটাকে গোল করে উলভসের দ্বিতীয় গোল এনে দেন হি-চ্যান হোয়াং। এ নিয়ে আসরে অষ্টম হারের স্বাদ পেল ইউনাইটেড। ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে উলভস।
লিভারপুল ৩-১ লেস্টার সিটি
একদিকে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইউনাইটেড, অপরদিকে একের পর এক জয় তুলে নিচ্ছে লিভারপুল। বক্সিং ডে ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল স্লটের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের মাস পেয়ে ডি-বক্সের ভেতরে দারুণ এক গোল করে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেন আইয়ু। এরপর ঘুরে দাঁড়ায় অলরেডরা। প্রথম হাফে বাড়ানো সময়ে গাকপো লিভারপুলের হয়ে সমতা আনেন।
আর দ্বিতীয় হাফে পুরোটাই চলেছে লিভারপুল শো। দ্বিতীয় হাফের চতুর্থ মিনিটে (৪৯তম) লিভারপুলকে লিড এনে দেন কার্টিস জোন্স। আর ৮২তম মিনিটে গাকপোর পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ।
১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪২। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৫। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে রয়েছে লেস্টার সিটি।