উপদেষ্টা পরিষদ কল্যাণধর্মী রাষ্ট্র গঠনে ব্যর্থ হয়েছে: হাফিজ উদ্দিন

১৭ ঘন্টা আগে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, প্রফেসর একজন বরেণ্য ব্যক্তি। দেশে-বিদেশে তার পরিচিতি রয়েছে। সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো পথ নেই। জনগণ যাদের ভোট দেয়, আমরা তা মেনে নেব। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশের দুর্ভোগ বাড়বে।’

 

মেজর হাফিজ বলেন, ‘আমরা ৭১-এ যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। জুলাই-আগস্টের অভ্যুত্থানে অংশ নিয়েছি গণতন্ত্রের লক্ষ্যে। কিন্তু আজও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। উপদেষ্টা পরিষদের ভূমিকা দেখে মনে হচ্ছে তারা নির্বাচন পেছাতে চাইছে, যেন এই সরকার ৫ বছর টিকে থাকে।’

 

আরও পড়ুন: বৃষ্টি আর জোয়ারে স্থবির ভোলা, ১০ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম।

 

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন। ঝড়-বৃষ্টিতে ভিজেও তারা স্লোগানে মুখর রাখেন উপজেলা সদর এলাকা।

]]>
সম্পূর্ণ পড়ুন