রোববার (৩০ মার্চ) সকালে কিছুটা যানজটে ভোগান্তি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়েছে।
জানা যায়, শনিবার (২৯ মার্চ) গভীর রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় সেতু কর্তৃপক্ষ কয়েকবার টোল আদায় বন্ধ রেখে বিকল গাড়ি উদ্ধার করে। এসময় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যমুনা সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। ভোগান্তিতে পড়েন উত্তরের ঈদযাত্রার মানুষজন।
আরও পড়ুন: ঈদযাত্রায় রেলপথ-মহাসড়কে স্বস্তি
পরে সেতু কর্তৃপক্ষ ঢাকাগামী লেন বন্ধ করে ব্রিজের উপরে দুই লেন দিয়ে উত্তরবঙ্গের গাড়ি পার করে দেয়। ফলে কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যন্য বছরের মতো তেমন ভোগান্তি পোহাতে হয়নি চালক ও যাত্রীদের।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে র্যাবের তিন স্তরের নিরাপত্তা
শুক্রবার (২৮ মার্চ) রাত ১২ টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
]]>