বুধবার (২৭ আগস্ট) রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শামীমা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলাগ্রামের জেলটু আলীর স্ত্রী।
আরও পড়ুন: ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সকালে শামীমা নিজ বসতবাড়ির উঠানে কাজ করছিল। এসময় একটি বিষধর সাপ তার হাতের আঙ্গুলে দংশন করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা শামীমাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তবে বিকেলে শামীমা রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি ওয়াদুদ আলম।
]]>