প্রতিবেদন মতে, বুধবার (২১ অক্টোবর) প্রথম প্রহরে (মঙ্গলবার দিবাগত রাতে) কাম্পালা-গুলু মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। একে অপরকে অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আরও চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশের তথ্য মতে, বাস দুটির সবযাত্রীসহ মোট ৬৩ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো অন্যান্য গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় এবং অধিক গতির কারণে এই ধরনের দুর্ঘটনা সাধারণ ঘটনা। তবে একবারে ৬৩ জনের মৃত্যু অস্বাভাবিক ও ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: মাদাগাস্কারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্ড্রিয়ানিরিনা
উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা জানান, দুর্ঘটনার পর হতাহতরা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। উদ্ধারকাজে সময় লাগার কারণে অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন।
উগান্ডায় সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে। হতাহতের সংখ্যাও কম নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৫ হাজার ১৪৪ জন নিহত হন। এরেআগে ২০২৩ সালে ৪ হাজার ৮০৬ জন এবং ২০২২ সালে ৪ হাজার ৫৩৪ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
]]>
৪ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·