উইলিয়ামসের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

২ সপ্তাহ আগে
বুলাওয়ে টেস্টে ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখাচ্ছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষেই বড় সংগ্রহের বার্তা দিচ্ছে তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩৬৩ রান। ১৬১ বল মোকাবিলায় ৯ চার ও ৩ ছক্কায় ১৪৫ রানে অপরাজিত রয়েছেন শন উইলিয়ামস। তাকে সঙ্গ দেয়া ক্রেইগ আরভিন অপরাজিত রয়েছেন ৫৬ রানে।

 

এদিন টস জিতে ব্যাট করতে নেমে দ্যুতি ছড়াতে পারেননি ওপেনার জয়লর্ড গাম্বি। তবে আরেক ওপেনার বেন কারেন হাঁকিয়ে নেন ফিফটি। অভিষিক্ত এ ব্যাটার আউট হওয়ার আগে ৭৪ বলে ১১ চারের মারে করেন ৬৮ রান।

 

আরও পড়ুন: প্যাটারসন-বোশের তোপে পাকিস্তানের ইনিংসের ইতি ২১১ রানে

 

৪ রানের জন্য ফিফটির আক্ষেপে পোড়েন ওয়ান ডাউনে নামা তাকুজওয়ানাশে কাইতানো। ১১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন তিনি। তবে একপ্রান্ত আগলে ধরে রেখে ফিফটির পাশাপাশি টেস্ট ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরিও তুলে নেন উইলিয়ামস। দ্বিতীয় দিনে আর ৭ রান করলেই ক্যারিয়ারসেরা ১৫১ রানের ইনিংসটি টপকে যাবেন তিনি।

 

আরও পড়ুন: কোহলি ও রোহিতের সঙ্গে এক ক্লাবে বাবর

 

তাকে সঙ্গ দিতে দিওন মায়ার্স ব্যর্থ হলেও হতাশ করেননি আরভিন। দিওন ৩৮ বলে ২৭ রান করে সাজঘরে ফিরেছেন। আফগানদের পক্ষে প্রথম দিনে সবচেয়ে সফল এএম ঘজানফার ২২ ওভারে ৮৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন নাভিদ জাদরান ও জহির খান। 

]]>
সম্পূর্ণ পড়ুন