ঈসা (আ.) উত্তম রিজিক পেতে যেভাবে দোয়া করেছেন

২ সপ্তাহ আগে
হজরত ঈসা (আ.) ছিলেন মহান আল্লাহর বান্দা; একজন নবী ও রসুলও ছিলেন। তার জন্ম ছিল অলৌকিকভাবে। পিতৃহীন! তিনি ছিলেন হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুসংবাদদাতা।

তিনি নিজের জন্য এবং আগের ও পরের সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন। দোয়াটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহর কাছে এ দোয়াটি পছন্দনীয় হয়ে যায়। তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য এ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেছেন। অভাব মোচন ও উত্তম রিজিক পেতে এ দোয়াটি বেশি বেশি পড়া উচিত। 

 

দোয়াটি হলো-

 

اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ

 

আরও পড়ুন: পাকা চুল-দাড়ি উঠানো নিয়ে হাদিসে যা বলা হয়েছে


(উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকুনু লানা ঈদাল্লি আওওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।) 

 

অর্থ: হে আল্লাহ, আমাদের পালনকর্তা! আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রিজিক দিন। আপনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। (সুরা মায়েদা: ১১৪)

]]>
সম্পূর্ণ পড়ুন