ঈদের সন্ধ্যায় বাসচাপায় সড়কে ঝরল ২ প্রাণ

২ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম (৪২)। তবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে ওই ব্যক্তি অটোরিকশার চালক বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

আহতরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মো. সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ তাজবীর (১৭) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের জুয়েল মিয়ার ছেলে মো. নোবেল (১৭)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।

 

আরও পড়ুন: ঈদের দিন সড়কে ঝরল ১৪ প্রাণ

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী দ্বীন ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ অপর দুই যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।তবে পথেই অটোরিকশার চালকও প্রাণ হারান।

]]>
সম্পূর্ণ পড়ুন