ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ

২ সপ্তাহ আগে
নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৩১ মার্চ) সকালে ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে চিনির বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।


গুলিবিদ্ধসহ আহতরা হলেন: একই এলাকার বিএনপি কর্মী সাব্বির (২৪) ও সুজাত।


এ দিকে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: শ্রীমঙ্গলে দুপক্ষের সংঘর্ষ, সাবেক পৌর মেয়রসহ আটক ১৪

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপির কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।


সংঘর্ষে বিএনপি কর্মী সাব্বির আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরিস্থিতি শান্ত হলে প্রায় আধাঘণ্টা পরে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। এ সময় কমপক্ষে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়েন তারা। ভাঙচুর করেন কয়েকটি দোকান। এতে সুজাত নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: গফরগাঁওয়ে ইমাম নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি


নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন স্থানীয় সাংবাদিকদের জানান, দুই যুবক ঈদগা মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে এরকমটা জানতে পেরেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি গ্রাম ভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই-বাছাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এ রকম পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানান ওই পুলিশ সুপার।
 

]]>
সম্পূর্ণ পড়ুন