ঈদের দিনের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

৩ সপ্তাহ আগে
সৌদি আরবে রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। সে অনুযায়ী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে সোমবার ঈদ হলে ওইদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

শনিবার (২৯ মার্চ) রাতে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা প্রশমিত হতে পারে।

 

আরও পড়ুন: ঈদের ছুটিতে আবহাওয়া কেমন থাকবে

 

সোমবার ঈদ হলে ওইদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

তবে রমজান ৩০ দিন পালিত হলে মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ হতে পারে। সেদিন সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়ার আরও খবর

 

আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

]]>
সম্পূর্ণ পড়ুন