পবিত্র ঈদ ফিতরে যখন চারদিকে আনন্দের বন্যা। তখন শহীদ মিলনের পরিবারে বিষাদের ছায়া। মুখে হাসি নেই বাবা-মা, ভাইয়ের। আর তাদেরকে সঙ্গ দিতে ঈদ সামগ্রী নিয়ে শহীদ মিলনের বাড়িতে যান ইউএনও। ঘরে বসে তাদের সঙ্গে কথা বলেন। উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছে বলেও আশ্বাস দেন তিনি।
সোমবার (৩১ মার্চ) দুপুরে শহীদ মিলনের বাড়িতে উপহার নিয়ে ছুটে যান দুমকীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
আরও পড়ুন: ঈদ আনন্দ নেই ভোলার শহীদ পরিবারে
শহীদ পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই তার এ আগমন। ইউএনওকে কাছে পেয়ে শহীদ মিলনের বাবা-মায়ের চোখে মুখে খানিকটা আনন্দ দেখা গেল।
মিলনের মা জানান, হঠাৎ করে উপজেলা নির্বাহী অফিসারের আগমনে তারা অবাক হয়েছেন। ঈদের দিনে ইউএনওকে পেয়ে তারা খুশি। তাদের বিশ্বাস সব ক্ষেত্রেই উপজেলা প্রশাসনকে তারা পাশে পাবে।
আরও পড়ুন: গণঅভ্যুত্থানে শহীদ মিলনের বাড়িতে সহায়তা নিয়ে গেলেন ইউএনও
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেন, ‘মূলত ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করতেই এসেছি। উনাদের খোঁজ-খবর নিয়েছি। সমস্যার কথা জানতে চেষ্টা করেছি। উনাদের ঘরের এক পাশের টিনের অবস্থা বেশ নাজুক। আমরা উপজেলা প্রশাসন থেকে অচিরেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও জানান, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শহীদ পরিবারের পাশে সব সময় আছে।