১. লো বান: গরমে এই স্টাইল ঘাম কমাবে এবং মার্জিত লুক দেবে।
কীভাবে করবেন? চুল ব্যাক ব্রাশ করে নিচের দিকে একটা ঢিলেঢালা বান বেঁধে নিন। চাইলে ছোট ক্লিপ বা ফ্লাওয়ার এক্সেসরিজ যোগ করতে পারেন।
২. সাইড ব্রেইড: এটি ট্রেডিশনাল ও ক্যাজুয়াল দুই লুকেই মানাবে এবং চুল গুছিয়ে রাখবে।
কীভাবে করবেন? একপাশে নিয়ে ফ্রেঞ্চ বা ফিশটেল ব্রেইড করুন। সামনের দিকে কিছু চুল ফেলে দিলে আরও স্টাইলিশ লাগবে।
আরও পড়ুন: গরমে কেমন হবে ঈদের সাজ?
৩. টপ নট: গরমে সবচেয়ে আরামদায়ক এবং কুল লুক দেয়।
কীভাবে করবেন? চুল উঁচু করে একটি শক্ত করে বান বেঁধে নিন। চাইলে সামনে কিছু লুজ স্ট্র্যান্ড ফেলে দিতে পারেন ন্যাচারাল লুকের জন্য।
৪. হাফ আপ, হাফ ডাউন: খোলা ও বাঁধা চুলের মিশ্রণে ন্যাচারাল ও এথনিক লুক পাওয়া যায়।
কীভাবে করবেন? মাথার সামনের অংশের চুল একটু ফুলিয়ে পাফ স্টাইল করে ক্লিপ দিয়ে আটকে দিন, আর বাকি চুল খোলা রাখুন।
আরও পড়ুন: ঈদে ঝটপট চোখের সাজে যেভাবে নজর কাড়বেন সবার
এই স্টাইলগুলো গরমেও আপনাকে ঈদের দিন আরামদায়ক ও সুন্দর রাখবে!
]]>