সম্প্রতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে বলা হয়, ঈদের লম্বা ছুটির কারণে দেশের সকল মার্কেট ও দোকান বন্ধ থাকে। এ সময় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতীতেও এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চুরি-ডাকাতি: এক বছরে জুয়েলারি খাতে ৪৪ কোটি টাকার ক্ষতি
এ পরিস্থিতিতে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। তাই ঈদের বন্ধে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ২৮ মার্চ জুয়েলারি প্রতিষ্ঠান ও জুয়েলারি ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজুস জানিয়েছিল, গত এক বছরে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনায় দেশের ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৪৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
]]>