ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রশাধনী কিংবা অলংকার কেনা। তাইতো রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে ভিড় করছেন সব বয়সি মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) থেকেই শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় দিনের শুরুতে তেমন একটা ভিড় না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সব শ্রেণিপেশার মানুষ নাড়ির টানে ঢাকা ছাড়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা।
আরও পড়ুন: ঈদে নতুন পোশাক পেলো ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা
ছোট্ট সোনামনিরাও বাবা-মায়ের হাত ধরে এসেছে নিজের পছন্দের জামা জুতা কিনতে। শেষ সময়ে এসে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও পুরো রমজানের বেচা-বিক্রিতে সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা।
আরও পড়ুন: শেষ মুহূর্তে জমজমাট খুলনার ঈদবাজার; পাকিস্তানি পোশাকে ঝুকছেন তরুণীরা
ঈদ কেনাকাটার এই ভিড় চাঁদ রাত পর্যন্তও থাকবে বলে আশা তাদের।
]]>