শনিবার (২৯ মার্চ ) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা মিয়া (২০) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মুসা মিয়া নিহত ও অপর চারজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরার আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে নিহত ১
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।