ঈদের আগে সাতক্ষীরায় কৃষকের মুখে হাসি ফোটাল ছাত্রদল

৩ সপ্তাহ আগে
বিগত সরকারের আমলে আত্মসাতের চেষ্টা করা সাতক্ষীরার গণঘেরের জমির (লিজ) টাকা ঈদের আগে আদায় হওয়ায় খুশি জমির মালিক কৃষকরা। আর দীর্ঘ ছয় মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতক্ষীরার লাবসার রাজনগর বিলের গণঘেরের ন্যায্য টাকা আত্মসাতকারীদের কাছ থেকে আদায় করে কৃষকদের মাঝে বণ্টন করেছে সাতক্ষীরা সদর থানা ছাত্রদল।

শনিবার (২২ মার্চ) ও রোববার বেলা সাড়ে ১১টায় সদর থানা ছাত্রদলের উদ্যোগে সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর বাজারে আনুষ্ঠানিকভাবে এ টাকা বিতরণ করা হয়। 


গণঘেরের কমিটি ১০১ সদস্য বিশিষ্ট বিগত ৫ বছর দায়িত্বে থাকা সভাপতি রফি ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও ক্যাশিয়ার মফিজুলসহ লিটনের বিরুদ্ধে আত্মসাতসহ নানা সমস্যার অভিযোগ জমির মালিক নিরীহ কৃষকদের। এ মহৎ উদ্যোগের জন্য সাতক্ষীরা সদর থানা ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: সাতক্ষীরায় ফাঁদে আটকেপড়া জীবিত হরিণ উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন আত্মসাতকারীদের কাছ থেকে আদায় করে কৃষকদের মাঝে বণ্টনকারী সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তানভীরুল হাসান অভি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আজারুল ইসলাম রিন্টু ও বিএনপি নেতা মন্টু।


দীর্ঘদিন পর তাদের প্রাপ্য টাকা ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সদর থানা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানান জমির মালিক ইসমাইল সরদার, নজরুল বিশ্বাস, আনজুয়ারা বেগম ও মালেক সরদার। 


এ বিষয়ে সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীরুল হাসান অভি বলেন, ‘কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বদা পাশে আছি। এ টাকা যাতে কৃষকরা যথাযথভাবে পান, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করেছি। ভবিষ্যতেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো কৃষকদের যে কোনো সমস্যায় ছাত্রদল পাশে থাকবে।’

আরও পড়ুন: শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে কলস নিয়ে মানববন্ধন

আত্মসাতকৃত টাকা আদায়ের পর বিতরণ কার্যক্রমে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, বলি ও নগরঘাটা ইউনিয়নের ৫১২ জন জমির মালিকের হাতে ন্যায্য ২১ লাখ টাকা তুলে দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন