ঈদের আগে ছুটির দুদিন ব্যাচ-আরটিজিএস লেনদেন হবে নতুন সময়সূচিতে

৩ সপ্তাহ আগে
ঈদের ছুটির আগে ২৮ ও ২৯ মার্চ শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে। এই দুদিন বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) কার্যক্রম নতুন সময়সূচিতে পরিচালিত হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, ২৮ ও ২৯ মার্চ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের কার্যক্রম পরিচালিত হবে।


২৮ ও ২৯ মার্চ বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য যথাক্রমে সকাল পৌনে ১১টা ও সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো যথাক্রমে সকাল সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টার মধ্যে নিষ্পত্তি হবে।


আর রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য ২৮ ও ২৯ মার্চ যথাক্রমে সকাল সাড়ে ১১টা ও দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর ১টার মধ্যে।

 

আরও পড়ুন: ঈদের আগে ছুটির দিনেও দুই দিন খোলা থাকবে ব্যাংক


তবে ঈদের আগে এই দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময় সূচি অনুযায়ী চলবে।


এ ছাড়া ২৮ ও ২৯ মার্চ তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিষ্পত্তির করতে বাংলাদেশ রিয়েল টাইম সেটেলমেন্টের (আরটিজিএস) গ্রাহকরা যথাক্রমে লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা ও সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত।


আর ২৮ ও ২৯ মার্চ গ্রাহকরা আরটিজিএসের মাধ্যমে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন করতে পারবেন যথাক্রমে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।


এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন