স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঈদ উদযাপন করতে আগেই যুক্তরাজ্যে উড়াল দিয়েছেন তাসনিয়া ফারিণ। কারণ সেখানে চাকরি করেন এই তারকার স্বামী শেখ রেজওয়ান।
তাসনিয়া ফারিণ সংবাদ মাধ্যমকে বলেন, যুক্তরাজ্যের বার্মিংহামে থাকেন তার স্বামী শেখ রেজওয়ান। দেশটিতে আছেন তার মামা–মামির পরিবারও। ঈদ উপহার হিসেবে লাগেজ ভরে নানা কিছু নিয়ে গেছেন তিনি। নিজে যেমন কেনাকাটা করেছেন, স্বামীর জন্য তেমনি শেখ রেজওয়ানের মা–বাবা এবং শ্বশুর–শাশুড়ির দেয়া জিনিসপত্রও নিয়ে গেছেন তিনি।
আরও পড়ুন: ঈদ আয়োজনে ওটিটিতে ৩ সিনেমা
আট বছরের সম্পর্কের পর ২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। যখন ফারিণ কলেজে পড়তেন, তখন থেকেই সম্পর্ক। প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ফারিণ আর রেজওয়ানের। ফারিণ দেশে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও রেজওয়ান যুক্তরাজ্যে চাকরি করেন। বিয়ের পর একবার তারা দুজন ঈদ উদ্যাপন করেন তুরস্কে। এবার যুক্তরাজ্যে কাটবে।
তাসনিয়া ফারিণ বলেন, ‘এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে। মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর। লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনতে হয়েছে। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি। আমি নিজের জন্য কোনো কেনাকাটা করি না। আম্মু আমাকে গিফট করেছেন, শ্বশুরবাড়ি থেকেও শাড়ি–কাপড় উপহার পেয়েছি, ওইগুলো নিয়ে এসেছি।’
]]>