ঈদে নতুন পোশাক পেলো ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা

৩ সপ্তাহ আগে
এবারের ঈদের নতুন পোশাক পেয়ে দারুণভাবে চাঁদপুরে ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত অর্ধশত শিশু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসব শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্জ্বলন’। ফরিদগঞ্জ পৌরসভার অর্ধশত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাঞ্জাবি পায়জামা ও মেয়েদেরকে থ্রি পিস- ফ্রক দেওয়া হয়।


এদিকে, পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রজ্জ্বলনের সাথে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ঈদসামগ্রী পেলেন গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের আহত ও শহীদ পরিবারের সদস্যরা

সংগঠনের সদস্যরা জানান, সব স্তরের সদস্য ও শুভাকাঙক্ষীদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে এবারের পুরো আয়োজন। তাই ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে থাকবে প্রজ্জ্বলন।


অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণকালে উপস্থিত থেকে তাদের হাতে পোশাক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক এআরএম জাহিদ হাসান। 

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক নাছির পাঠান, অ্যাডভোকেট আব্দুুর রহমান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব।

আরও পড়ুন: মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী মমিন, এফএ মানিক,গিয়াস উদ্দিন এবং সংগঠনের সেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি তৌহিদুর রহমান রনি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, ক্রীড়া সম্পাদক তাহসিন মিলন, নির্বাহী সদস্য নাজির হোসেন, মাহাবুব হোসেন, সদস্য মেহেজাবিন প্রমুখ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন