আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকাতে পাঠানো হয়েছে। পৃথক দুটি দুর্ঘটনা ঘটে নওগাঁ সদর থানার বলিহারে ও নওগাঁর সাপাহার থানার মিরাপাড়ায়।
সাপাহার উপজেলার কালাইবাড়ী টু দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়ায় ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আহসান আলী (১৭) ও জামিরুল হোসেন (১৭) নামে আরও দুই বন্ধু আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আহসান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: ঈদের দিন সড়কে ঝরল ১৪ প্রাণ
নিহত শাহিন আলম পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহির উদ্দিনের ছেলে আহসান আলী (১৭) এবং পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে জামিরুল (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারা ৩ বন্ধু ঈদ উপলক্ষে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। ঘোরাফেরা করার এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই শাহিন আলমের মৃত্যু হয়।
এব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অপরদিকে নওগাঁ সদর থানাধীন নওগাঁ টু রাজশাহী মহাসড়কের বাবলাতলিমোড় বলিহারে দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী দুই বন্ধু গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও ভীমপুর তদন্তকেন্দ্র থেকে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসক।
আরও পড়ুন: কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা দুজন বন্ধু, তাদের বাসা নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামে। তারা ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেলে একজনের নানার বাড়ি মান্দা উপজেলার বদ্দপুর গ্রামে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তারা দুই বন্ধু গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়েছে ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।