ঈদে আসছে হানিফ সংকেতের নতুন নাটক

৩ সপ্তাহ আগে
ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নির্মাণের পাশাপাশি ঈদের বিশেষ নাটকও তৈরি করছেন নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

এবারের ঈদে হানিফ সংকেত পরিচালিত নাটকের নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এ নাটকের দৃশ্য শুটিং করা হয়েছে।

 

বরাবরের মতো এবারের নাটকেও থাকবে নির্মাতার নিজস্ব গল্প, বৈচিত্র্য ও নির্মাণশৈলীর ছোঁয়া। এবারের নতুন নাটকেও তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বক্তব্য।

 

নাটকে দেখা যাবে, শাহেদ ও সুমি নামের এক দম্পতিকে, যারা প্রতিদিনই ঝগড়া করে। তাদের দাম্পত্য কলহে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। এ সমস্যা থেকে বাঁচতে শাহেদ তার বন্ধুদের কাছে পরামর্শ চায়। এতে সমস্যা আরও বাড়তে শুরু করে। একপর্যায়ে গল্পে দেখা যায় এক মাস্তানকে। এর উপস্থিতিতে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ অনেকে।

 

আরও পড়ুন: পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানালেন ফারিয়া

 

এ নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন নির্মাতা নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব।

 

আরও পড়ুন: ‘বৈয়াম পাখি ২’-তে জেফার!

 

হানিফ সংকেত পরিচালিত ঈদ নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’ এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন