শনিবার (২৯ মার্চ) নিজেদের অফিশিয়াল পেজে ঈদের প্রতীকী একটি ছবি আপলোড করে ম্যাকডোনাল্ড’স। আপলোড করা ছবিতে বড় করে ইংরেজিতে সোনালী অক্ষরে লেখা, ঈদুল আজহা। লেখার শেষে একটি বিস্ময়সূচক চিহ্ন জুড়ে দেয়া হয়েছে।
ক্যাপশনে লেখা, আনন্দ আর কৃতজ্ঞতায় ভরে উঠুক আপনার দিনটি। আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা!
হঠাৎ বিশ্বব্যাপী এমন জনপ্রিয় প্রতিষ্ঠানের ঈদের শুভেচ্ছা জানানো দেখে খুশি হওয়ার পাশাপাশি হতবাক নেটিজেনরা। মন্তব্যের ঘরে পড়েছে মিশ্র প্রতিক্রিয়াও।
একজন লেখেন, ধন্যবাদ ম্যাকডোনাল্ড’স। কিন্তু এখন ঈদুল ফিতর। দুই মাস পর ঈদুল আজহা!
আরেকজন লেখেন, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।
নেটিজেনদের একজন মন খারাপ করে লেখেন, তোমার কোম্পানি গোল্লায় যাক। এখন ঈদুল ফিতর বাবা!
আরও পড়ুন: শিল্পকলায় চলছে ‘চাঁদ রাত’র জমকালো আনন্দ অনুষ্ঠান
এমন মন্তব্যের পরও স্ট্যাটাসে পরিবর্তন আনেনি ম্যাকডোনাল্ড’সর অফিশিয়াল পেজ। তাই অনেকেই ধারণা করছেন, ঈদের শুভেচ্ছায় এমন ভুল হয়তো ইচ্ছাকৃত।
আরও পড়ুন: ঈদ আয়োজনে ওটিটিতে ৩ সিনেমা
]]>