ঈদযাত্রায় পঞ্চগড়ে সড়কে অভিযান, বাস কাউন্টারে জরিমানা

৩ সপ্তাহ আগে
ঈদ যাত্রাকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়সহ আশপাশের এলাকায় জেলা প্রশাসন ও  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পঞ্চগড় জেলা অফিস সূত্রে জানা যায়, ঈদপূর্ববর্তী ও ঈদপরবর্তী সড়ক দুর্ঘটনা রোধে এবছর বিআরটিএ, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: ঈদ পরবর্তী বিশেষ অভিযান চালাবে ডিবি: রেজাউল করিম

এদিকে ভ্রাম্যমাণ আদালতে, দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে চারটি কাউন্টারের ম্যানেজারকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমিনুল হক তারেক সময় সংবাদকে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সড়কে বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় সত্যতা পাওয়ায় প্রাথমিকভাবে তাদের সতর্ক করে তিনটি কাউন্টারকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা ও আরেকটি কাউন্টারকে ৫০০ টাকাসহ সর্বমোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন