বুধবার (২৬ মার্চ) বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঈদযাত্রা আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে হলে বাস মালিক, চালক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় ভূমিকা জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
আরও পড়ুন: ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার
তিনি বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে কিছুদিন ধরে বাস টার্মিনালে বিশেষ অভিযান চালানো হলে সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ সম্পর্কিত তাৎক্ষণিক ব্যাবস্থাও নেয়া হয়েছে।’
এ সময় টার্মিনালে পার্কিং অব্যাবস্থপনা এবং বৃষ্টির সময়ে জলাবদ্ধতা দূরীকরণে বাস মালিক সমিতির সহায়তা চেয়েছেন ইয়াসীন। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা।
]]>