ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি তুলনামূলক সন্তোষজনক: বিআরটিএ চেয়ারম্যান

৩ সপ্তাহ আগে
ঈদুল ফিতর ঘিরে যাতায়াতের সার্বিক পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন।

বুধবার (২৬ মার্চ) বিকেলে মহাখালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

 

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঈদযাত্রা আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে হলে বাস মালিক, চালক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনতা ও সক্রিয় ভূমিকা জরুরি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

 

আরও পড়ুন: ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার

 

তিনি বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে কিছুদিন ধরে বাস টার্মিনালে বিশেষ অভিযান চালানো হলে সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে নিরাপত্তা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ সম্পর্কিত তাৎক্ষণিক ব্যাবস্থাও নেয়া হয়েছে।’

 

এ সময় টার্মিনালে পার্কিং অব্যাবস্থপনা এবং বৃষ্টির সময়ে জলাবদ্ধতা দূরীকরণে বাস মালিক সমিতির সহায়তা চেয়েছেন ইয়াসীন। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন