ঈদযাত্রা সুগম করতে নোয়াখালীতে র‌্যাবের বিশেষ অভিযান

৩ সপ্তাহ আগে
ঈদযাত্রা সুগম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীতে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ টহল এবং চেকপোস্ট বসানো হয়। 

 

এ সময়ে ঢাকা থেকে নোয়াখালী মুখী বিভিন্ন বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন চেকিং করা হয়। পাশাপাশি সড়কে চলা অন্যান্য যানবাহনে তল্লাশি ও তাদের সতর্ক করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করল র‍্যাব


র‍্যাব-১১, সিপিসি-৩ এর এ কোম্পানি কমান্ডারে মিঠুন কুমার কুন্ডু জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে যাতে সড়ক মহাসড়কে কোনো বেগ পেতে না হয়, এবং সবাই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্যই আমাদের বিশেষ অভিযান।
 

]]>
সম্পূর্ণ পড়ুন