বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলীর র্যাব কন্ট্রোল রুম থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রথমস্তরে ২৪টি টহল কার্যক্রম পরিচালনা করা হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টি থেকে রক্ষা করতে সাদা পোশাকে র্যাবের সদস্যরা কর্মরত আছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায়। গাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট থাকবেন সঙ্গে, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
মাহবুব আলম আরও বলেন, এছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালে টহল দেয়া হচ্ছে।
বাসস্থান ত্যাগের পূর্বে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সক্ষ্যতা না করার পরামর্শ দিয়েছেন।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।