এদিকে ঈদের ছুটিতে ঘরমুখী হচ্ছে মানুষ। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দূরপাল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা নির্বিঘ্নে করতে পারে সেজন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তায় কাজ করছে র্যাব-পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা আলেখাচর বিশ্বরোড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে কুমিল্লা ১১ সিপিসি ২। এ সময় র্যাবের সদস্যরা বিভিন্ন গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির ভিতরে তল্লাশি করে।
আরও পড়ুন: ঈদযাত্রা সুগম করতে নোয়াখালীতে র্যাবের বিশেষ অভিযান
বিশেষ করে কুমিল্লার বিভিন্ন শপিংমল ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওত পেতে থাকা পকেটমার ও ছিনতাইকরীদের দৌরাত্ম্য বন্ধ করতে রমজানের শুরু থেকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদের কেনাকাটা করতে যাওয়া জনসাধারণ ও বিভিন্ন ব্যবসায়ীর নিরাপত্তায়ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করছে র্যাব সদস্যরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমলসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় র্যাবের টহল টিম কাজ করছে। এছাড়া নগরী ও মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: চাঁদপুরে সেনাবাহিনীর নেতৃত্বে সড়কে চেকপোস্ট
কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. মাহমুদুল হাসান সময় সংবাদকে বলেন, ‘ঈদে ঘরফেরা যাত্রীদের যাত্রা নিরাপদ হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মহাসড়ক জুড়ে আমাদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরীর অভ্যন্তরে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়া চুরি ছিনতাই ডাকাতির মতো অপরাধমূলক ঘটনা প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।’