সোমবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। দেশবাসীর ভোটের অধিকার আবার সবাই মিলে প্রতিষ্ঠা করতে হবে।
শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীদের দেশবাসীর পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি। বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
আরও পড়ুন: জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার পালন করবে, আশা মির্জা ফখরুলের
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সবার কাছে দোয়া চান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য রাখেন। তিনি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: সংস্কারের সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে, বললেন মির্জা আব্বাস
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া বিএনপি ভাইস-চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারও উপস্থিত ছিলেন।
সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।