শুক্রবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, মাহিন্দ্রাসহ বিভিন্ন ধরনের তিন চাকার যান। ঈদকে কেন্দ্র করে এর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। অদক্ষ চালকরা নিয়ম-নীতি না মেনে দূরপাল্লার বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে চালাচ্ছেন অবৈধ থ্রি-হুইলার।
মাহিন্দ্রাগুলো দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে রাজবাড়ী শহর, পাংশা, ফরিদপুর ও মধুখালীসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। আহলাদিপুর হাইওয়ে থানা ও পাংশা হাইওয়ে থানার সামনে দিয়েই মহাসড়কে অবাধে চলছে এসব অবৈধ যান। অথচ নেই কোন আইনি পদক্ষেপ।
বড় যানবাহনের চালকদের অভিযোগ, অদক্ষ থ্রি-হুইলার চালকদের বিপদজনক ওভারটেকিং, বেপরোয়া গতি ও সিগনাল না মানার কারণেই বাড়ছে দুর্ঘটনা। গত ২৫ মার্চ রাতে দৌলতদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাহেন্দ্র ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত হন পাঁচজন।
বাসচালক মো. শুভ বলেন, ‘তিন চাকার যানগুলো মহাসড়কে চলার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলো ঘটে। এরা যেখানে সেখানে ওভারটেকিং করে, যেখানে সেখানে যাত্রী নামায় ও মোড় টার্নিং নেয়, এরা সড়কে কোন সিগনাল মানে না, উল্টাপাল্টা রাস্তা ক্রসিং করে। কিন্তু দুর্ঘটনা ঘটলে দোষ হয় আমাদের বড় গাড়ির চালকদের।’
আরেক বাসচালক মো. এনায়েত হোসেন বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলার কারণে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয়। কারণ থ্রি-হুইলার চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। তারা সড়কে গাড়ি চালানোর নিয়ম-নীতি বোঝে না। আসন্ন ঈদ ঘিরে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। যে কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। আমার দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা হোক।’
আরও পড়ুন: ঈদযাত্রা নিরাপদ রাখতে নারায়ণগঞ্জের মহাসড়কে র্যাবের টহল-তল্লাশি
থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞার কথা জানা থাকলেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে মহাসড়কে নামতে হয় বলে দাবি এসব যানবাহনের চালকদের। মাহেন্দ্র চালক মো. ইমরান আলী মণ্ডল বলেন, ‘আমরা জানি মহাসড়কে মাহিন্দ্র চলাচল নিষেধ। কিন্তু কি করবো, অন্য কোনো কর্ম নেই। ঝুঁকি থাকার পরও পেটের দায়ে বাধ্য হয়েই মহাসড়কে গাড়ি চালাচ্ছি।’
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করার গতানুগতিক জবাব হাইওয়ে পুলিশের। রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘ঈদকে কেন্দ্র করে তারা একটু বেশিই মহাসড়ক ব্যবহার করার চেষ্টা করছে। তবে আমরা তৎপর রয়েছি। এসব যানগুলোকে সড়কে দেখামাত্রই আটক করে মামলা দিচ্ছি।’
ওসি মামলার কথা বললেও খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে আহলাদিপুর হাইওয়ে থানায় অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা হয়েছে মাত্র তিনটি।
]]>