রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সবশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অনেক নিরাপত্তা ব্যবস্থা গোপনেও নেয়া হয়ে থাকে। সবই প্রকাশ করা হয় না। এর আগে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলেও এবার পাঁচ স্তরের নেয়া হচ্ছে বলে জানান তিনি।
জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি জামাত আদায় করতে পারবেন জানিয়ে সাজ্জাত আলী বলেন, জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ঢাকায় কোথায় কখন ঈদের জামাত?
]]>