ঈদ আয়োজনে ওটিটিতে ৩ সিনেমা

৩ সপ্তাহ আগে
ঈদুল ফিতরের উৎসবের রং আরও গাঢ় করে তুলতে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও রয়েছে নানা আয়োজন। আসন্ন ঈদ উপলক্ষে এবার ওটিটিতে থাকছে ৩টি সিনেমা।

ঈদের ওটিটি সিনেমাগুলো হলো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’, ‘জিম্মি’ এবং ‘হাউ সুইট’।

 

১। ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’: রহস্যময় এক সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যে রহস্য বাড়িয়ে দিলেছিল দর্শক আগ্রহ । শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মুখ ঢাকা ব্যক্তি? কেনই-বা স্বপনকে খুঁজছিল সে?

 

 

এমন আরও কিছু অমীমাংসিত প্রশ্নের জট খুলতে ঈদুল ফিতরে আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। প্রথম সিজনে অভিনয় করা নাসির উদ্দিন খান আর মিথিলার সঙ্গে এই সিজনে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি। চাঁদরাতে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।

 

২। ‘জিম্মি’: এবারের ঈদ আয়োজনে আর্থিক সংকট এবং নৈতিকতার স্খলনের গল্প নিয়ে এসেছেন নির্মাতা আশফাক নিপুন। নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘জিম্মি’। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়।  ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি।

 

আরও পড়ুন: এবার ঈদে আসছে ৬ সিনেমা

 

৩। ‘হাউ সুইট’: মুক্তির অপেক্ষায় রয়েছে রোমান্টিক কমেডি ঘরানার  ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। কাজল আরেফিন অমির পরিচালনায় ওয়েব সিনেমাটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বঙ্গতে ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘হাউ সুইট’।

 

আরও পড়ুন: শাহরুখ-মাহিরার ভাইব নিয়ে আসছেন শাকিব, ইধিকা

 

ঈদের ছুটিতে উৎসবের আমেজ বাড়াবে ওটিটি প্ল্যাটফর্মের ঈদ আয়োজন। ঘরে বসে পরিবারের সঙ্গে সিনেমা ও ভিন্ন ধারার কাজ দেখতে এখন মুখিয়ে আছে দর্শকমহল।

 


 

]]>
সম্পূর্ণ পড়ুন