ইয়ামালকে নিয়ে মুখোমুখি অবস্থানে স্পেন-বার্সেলোনা

২ সপ্তাহ আগে
লামিন ইয়ামালের ইনজুরি নিয়ে লুকোচুরি করায় বার্সেলোনার ওপর ক্ষুব্ধ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ ঘটনায় মুখোমুখি অবস্থানে স্পেন ও কাতালানরা। বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও তুরস্ক ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন ইয়ামাল। বিষয়টি জেনেও তা নির্ধারিত সময়ে জাতীয় দলকে জানায়নি বার্সা। ইয়ামালের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তাকে স্পেনের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, কাতালানদের অপেশাদার আচরণে হতাশ ও অবাক হয়েছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তিনি।

লামিন ইয়ামাল। তরুণ বয়সেই স্পেন ও বার্সেলোনার নিউক্লিয়াসে পরিণত হয়েছেন এই উইঙ্গার। তাই তাকে নিয়ে প্রায়ই দড়ি টানাটানি শুরু হয় কাতালানদের সঙ্গে জাতীয় দলের। গত অক্টোবরেই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দলে তাকে রেখেও শেষ পর্যন্ত পাননি কোচ লুই দে লা ফুয়েন্তে। উল্টো ব্যথানাশক ঔষধ দিয়ে তাকে জাতীয় দলে খেলানোর অভিযোগ তুলেছেন হ্যান্সি ফ্রিক। ফলে বার্সেলোনার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই একাদশ সাজাতে হয় ফ্লিককে। সে সময় অভিযোগে জবাবে নিরব ছিল র‌্যয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

 

মাস ঘুরতেই আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ইয়ামালকে নিয়ে। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছে স্পেন। মুখোমুখি অবস্থানে বার্সেলোনা ও স্পেনের ফুটবল ফেডারেশন। নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। ১৫ নভেম্বর জর্জিয়া এবং ১৮ নভেম্বর স্পেনের প্রতিপক্ষ তুরস্ক।। ২০২৬ বিশ্বকাপের আসর বসবে ‍যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আসন্ন দুই ম্যাচে স্পেন দুই পয়েন্ট পেলেই মেগা টুর্নামেন্টটির টিকিট নিশ্চিত করে ফেলবে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে এই মুহূর্তে লুই দে লা ফুয়েন্তের স্পেন ‘ই’ গ্রুপের শীর্ষে আছে। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট পেয়েছে তারা। দুইয়ে থাকা তুরস্কের পয়েন্ট ৯। ৩ পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া। তলানিতে থাকা বুলগেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

 

আরও পড়ুন: ইনিয়েস্তার বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ

 

এ দুই ম্যাচে ইয়ামালকে বেশ প্রয়োজন স্পেনের। তাইতো গেলো সপ্তাহে ঘোষণা করা দলে ইয়ামালকে রেখেছিলেন কোচ লুই দে লা ফুয়েন্তে। কিন্তু হঠাৎ করেই বার্সেলোনার কিছু লুকোচুরিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দু'পক্ষের মাঝে। ইয়ামালকে নিয়ে কাতালান ক্লাবটিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে, যা জানানো হয়নি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। এ ঘটনার পর ফেডারেশন জানতে পারে কুচকির চোটে পড়েছেন ইয়ামাল। তার ৭ থেকে ১০ দিনের বিশ্রাম প্রয়োজন।

 

জাতীয় দলের প্রয়োজনীয় মুহূর্তে দলের সেরা তারকাকে নিয়ে বার্সেলোনার এমন আচরণে ক্ষুব্ধ স্পেন। তারপরেও ইয়ামালের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে ক্যাম্প থেকে ছেড়ে দিয়েছেন কোচ। প্রথমবার এমন অভিজ্ঞতায় বেশ বিব্রত লুই দে লা ফুয়েন্তে।

 

তিনি বলেন, ‘লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনা। বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তাদের কাছে এমন আচরণ মোটেও কাম্য নয়। অবশ্যই আমি অবাক হয়েছি। ইয়ামালকে নিয়ে বার্সার এমন আচরণ মোটেও ফুটবলের জন্য ইতিবাচক নয়। আশা করছি ভবিষ্যতে তারা সতর্ক হবে।’

 

আরও পড়ুন: হঠাৎ বার্সার মাঠে ফিরে যে বার্তা দিলেন মেসি

 

অতিরিক্ত ম্যাচের চাপের প্রভাব ইয়ামালের পারফরম্যান্সে পড়ছে বলে মনে করছেন সাবেকরা। তাই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে দু'পক্ষকেই ভেবেচিন্তে এগোনোর পরামর্শ দিয়েছেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন