বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া মুশফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে শিশু নিখোঁজ, ২ ঘণ্টা পর মিলল ঝুলন্ত মরদেহ
জানা যায়, মারা যাওয়া ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে অংশগ্রহণ করে কোনো একটি কারণে বের হয়ে যান ক্লাস থেকে। এর কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে মরদেহটি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ফেনীতে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।
]]>
৬ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·