ইসরাইলের হামলায় ৪৮ ঘণ্টায় নিহত অন্তত ৮০ ফিলিস্তিনি

২ সপ্তাহ আগে
ঈদুল ফিতরের মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গত দুই দিনে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৫ জন।

সোমবার (৩১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

এতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন:ঈদের দিনেও গাজায় ৬৪ জনকে হত্যা করল ইসরাইল

 

ঈদুল ফিতরের প্রথম দিন ৫৩ জন ফিলিস্তিনি নিহত হন এবং ১৮৯ জন আহত হন।

 

এদিকে, টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে শুরু করা ইসরাইলের হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ১,০০১ জনে পৌঁছেছে এবং ২,৩৫৯ জন আহত হয়েছেন।


অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চালানো ইসরাইলের হামলায় নিহত ৫০ হাজার ৩৫৭ ফিলিস্তিনি এবং আহত ১ লাখেরও বেশি।

 

আরও পড়ুন:সিরিয়ায় নতুন অন্তর্বর্তী সরকার, ২৩ সদস্যের মন্ত্রিসভা গঠন

]]>
সম্পূর্ণ পড়ুন